Posts

Showing posts from March, 2022

সময় চাই

আমার তনিমার সাথে এক্ষুণি ঠিক হল, যে আমরা নেক্সট জন্মে অনেক দেখা করবো, একসাথে অনেক সময় কাটাবো...। আসলে এই জন্মে সময় পাওয়া যাচ্ছে না কিনা!  হাজারো হিজিবিজি জিনিসে আটকে আছে বেচারি। যেমন, রান্না করতে হবে, কেউ বন্ধু আসতে পারে (আবার নাও পারে), তার জন্যে সময়টা রাখতে হবে, টিভির সিরিয়ালটা দেখতে হবে, বাগানের গাছে জল দিতে হবে, হুলো বেড়ালটা তাড়াতে হবে, গাছে শালিক পাখির নতুন ছানা হয়েছে, জানলার পাশে বসে সেটা দেখতে হবে, মোবাইলে গেম খেলতে হবে, এইরকম হাজারো অনিচ্ছাকৃত জিনিস। বেচারি। আমার মতোই ওরও তো ইচ্ছে করে আমরা একসাথে সময় কাটাই, গপ্পো করি - কিন্তু সমগ্র পৃথিবী যেন ষড়যন্ত্র করছে সেরকম না হতে দেবার। সত্যি, ওর দিকটা ভেবে আমারও খুব খারাপ লাগছে। তাই এই জন্মে না হোক, ও প্রমিস করেছে যে সামনের জন্মে হবেই। তাতেই আমি ভারী খুশি।   [এর পর - দ্বিতীয় অধ্যায় ]