Posts

Showing posts from December, 2021

বয়েস চুরি

সময়: শীতকালের  সন্ধে। স্থান: পিসতুতো ভাই-বোনদের বাড়িতে কদিন ছুটি কাটাতে গেছি। দিল্লি তে দ্বারকা তে একটা হাউসিং কো-অপারেটিভ। পিসতুতো বোন (এর পর থেকে ওকে "ট" বলে সংবোধন করবো, পুরো নাম নেবার বদলে) তখন রোজ সন্ধেবেলা হাউসিং সোসাইটির মধ্যে একটু হাটতে বেরোতো, সেদিন আমাকে পেয়ে প্রস্তাব রাখলো: "আজ তুইও চল আমার সাথে।" বোনদের অনেক বান্ধবী থাকে। ওর ও হয়তো সেরম অনেকের সাথেই দেখা হবে বা কথা বলবে। অতএব অতি উত্তম প্রস্তাব। বেরিয়ে পড়লাম।   প্রস্তাব "উত্তম" হবার প্রেক্ষাপটে ঘোরাটাও "উত্তম" হয়েছিল কিনা সেই বিষয়ে যাচ্ছি না, সেটা এই লেখার উদ্দেশ্য নয়। এই হাঁটা কিছুক্ষন পর উল্টো দিক থেকে আশা একজন স্কুল এ পড়া (১০ বা ১১ শ্রেণী হবে) অবাঙালি মেয়ের সম্মুখীন করালো। ট আর মেয়েটি একে অপরের প্রতি এক বিশাল উচ্ছাস প্রকাশ করে দাঁড়িয়ে পরে গল্প শুরু করলো। আমিও দাঁড়ালাম। প্রথমের দু-তিনটে বাক্য বিনিময় ওদের মধ্যে যা হলো সেগুলো ভুলে গেছি, মনে রাখার মতো কিছু নয়। তারপর ওদের খেয়াল হলো আরেকটা প্রাণী চুপ চাপ হয়ে দাঁড়িয়ে আছে। পরিচয় না করলে এবার অস্বস্তিকর লাগবে।   অতএব আমাকে দেখিয়ে ট বলতে ...