Posts

Showing posts from April, 2022

আরেকটা জন্মের আবেদন

[ সূচনা / প্রথম অধ্যায় এখানে ] লাইফে অনেক প্রব্লেম। তনিমা হটাৎ বলে বসলো, এটাই নাকি ওর শেষ জীবন। তাহলে সামনের জন্মের দেখাটা কিকরে হবে! সামনের জন্মে ফুলু কিকরে করবো আমরা? (এখানে বলে রাখি, "ফুলু" শব্দটা ইংরিজি "flirtation/romance" জাতীয় জিনিস এর সাথে "ফুল দেওয়া নেওয়া" ইঙ্গিতজনক একটা ভাবের সমষ্টি।) যাই হোক, প্রব্লেমের বিহিত চাই। কি আর করব, ঠিক করলাম যে যেতে হবে ব্রহ্মার কাছে, তনিমার জন্যে আরেকটা জীবনের এক্সটেনশনের আবেদন করতে। মহা উৎসাহে গেলাম চলে।   দরজার ওপর নেমপ্লেটে লেখা "ব্রহ্মা, সিনিয়র গড"। বিশাল দরজা। টোকা মারলাম। শব্দই শোনা গেলো না। যাবে কি করে, আমার মানুষ্য আঙুলের টোকা ওই ১০ ইঞ্চি লোহার দরজা ভেদ করে যাওয়া অসম্ভব। সাহস করে প্রাণপণে দরজা ঠেলে উঁকি মারলাম ভেতরে। দেখি, এক দাড়িওয়ালা বুড়ো আয়নার সামনে দাঁড়িয়ে নানান অঙ্গভঙ্গিতে "ম্যায় সময় হুউউ... !!" বলে চলেছে। তবে কি ভুল জায়গায় এলাম? আবার নেমপ্লেটটা চেক করলাম - না, ঠিকই আছে। বুড়ো বয়েসের ভীমরতি ওটা। মহাভারত সিরিয়ালটা মাথায় চড়ে গেছে! ভেতরে ঢুকে গলা খাঁকড়ি দিলাম। বুড়ো হচকিয়ে থেমে গিয়ে স্বর্গ...