Posts

Showing posts from December, 2022

প্রায় কেলেঙ্কারি...!

আজ পঁচিশে ডিসেম্বর, বিকেল/সন্ধেবেলা নাগাদ রবীন্দ্র-সদন এলাকায় পূজো প্যান্ডেলের মতো মানুষের উপচে পড়া ভিড়। পুলিশ দড়ি দিয়ে ফুটপাথ ঘিরে দিয়েছে আর ভিড় সামলাচ্ছে। আমি মেট্রো ধরবো বলে নন্দনের সামনে থেকে ফুটপাথ ধরে মেট্রো স্টেশনের দিকে এগোচ্ছি একটু একটু করে, ওই ভিড়ের মধ্যে ঠাসাঠাসি করে। মাঝে মাঝে ঠেলাঠেলিও হচ্ছে পূজো প্যান্ডেলে প্রবেশের ভিড়ের লাইনে যেমন হয়। ভিড়ের মধ্যে, আমার ঠিক সামনে তখন এক মহিলা যাচ্ছেন, ওনার পাশে ওনার স্বামী কোলে বাচ্চা নিয়ে এগোচ্ছেন। আমার দুই হাত আমার শরীরের সাথে চ্যাপ্টা হয়ে দুই দিকে ঝুলছে - তোলার বা নড়ানোর মতো জায়গা নেই। নাড়াতে গেলেই আশেপাশের মানুষকে গুঁতোতে হবে।  এইরকম একটা পরিস্থিতিতে, আমার পেছনের এক ভদ্রলোক তাড়াহুড়ো করতে গিয়ে মারলো আমার ডান দিকে পেছন থেকে ধাক্কা। আর ঘটে গেলো মহা বিপর্যয়। আমার পাশের ঝুলন্ত গোবেচারা হাত, ওই আকস্মিক ধাক্কার ঠেলায় সোজা সামনের মহিলার পশ্চাৎদেশে গিয়ে লাগলো। মহিলা চকিতে ফিরে তাকালেন। ব্যাস, হয়ে গেলো, আমি ভাবলাম। আমার এতো বছরের নিষ্কলঙ্ক ট্র্যাক রেকর্ডে এইবার লাগতে যাচ্ছে "কালো দাগ"। আজ পর্যন্ত কোনো মহিলাকে এই ধরণের বিপর্যস্ত করে প...