ডেটিং অ্যাপ - পরের গল্প
ডেটিং অ্যাপের প্রথম আর দ্বিতীয় দিনের গল্প আগেই লিখেছি। দ্বিতীয় দিনেই একজনের সঙ্গে কথা শুরু হয়েছিল। তার পরেও অনেকের সাথেই কথা হয়েছিল। সেইসব আলাপের কিছু টুকরো এখানে লিখে রাখি। কিছু মজার, কিছু নট সো মজার। প্রথম এনকাউন্টার (যেটার উল্লেখ এখানে করেছিলাম) থেকে: অ্যাপের মধ্যে চ্যাট চলছে, কিছু কথা আদানপ্রদান হয়েছে। জেনেছি যে উনি এই মুহূর্তে বাড়িতেই পরে গিয়ে হালকা ফ্র্যাকচার মতো করে, পায়ে ব্যাণ্ডেজ নিয়ে ঘুরছেন। যেদিনের কথা লিখছি, সেদিন ফ্র্যাকচারের এক মাস মতো পার হয়েছিল, আর উনি সেদিন আবার এক্স-রে করে ডাক্তারের কাছে গেছিলেন। সেদিন কথা চলছে, তার মধ্যে হটাৎ দেখলাম ছবি পাঠিয়েছেন, ছবি লোড হবার সময় যে গোল গোল চিহ্ন ঘোরে, সেরম দুটো ঘুরছে। বাহ - নিজের কিছু ছবি পাঠাচ্ছেন হয়তো - দেখার জন্যে ভারী উৎসুক হয়ে পড়লাম। গোল গোল ঘোরা থামলো। থাম্বনেইল দেখালো। প্রথমে এক-দু সেকেন্ড বুঝতেই পারলাম না - এটা কি - সাদা কালো মতো! তারপর বুঝলাম - এক্স-রের ছবি! হায় হায়, শেষে কঙ্কাল পাঠালেন! উনি বললেন, একটা এক মাস আগের, আর একটা এখনের। ভাবছি কি বলতে হয় - "ভারী সুন্দর" বলা ঠিক হবে কিনা - ...