ডেটিং অ্যাপের প্রথম আর দ্বিতীয় দিনের গল্প আগেই লিখেছি। দ্বিতীয় দিনেই একজনের সঙ্গে কথা শুরু হয়েছিল। তার পরেও অনেকের সাথেই কথা হয়েছিল। সেইসব আলাপের কিছু টুকরো এখানে লিখে রাখি। কিছু মজার, কিছু নট সো মজার।
প্রথম এনকাউন্টার (যেটার উল্লেখ এখানে করেছিলাম) থেকে:
অ্যাপের মধ্যে চ্যাট চলছে, কিছু কথা আদানপ্রদান হয়েছে। জেনেছি যে উনি এই মুহূর্তে বাড়িতেই পরে গিয়ে হালকা ফ্র্যাকচার মতো করে, পায়ে ব্যাণ্ডেজ নিয়ে ঘুরছেন। যেদিনের কথা লিখছি, সেদিন ফ্র্যাকচারের এক মাস মতো পার হয়েছিল, আর উনি সেদিন আবার এক্স-রে করে ডাক্তারের কাছে গেছিলেন।
সেদিন কথা চলছে, তার মধ্যে হটাৎ দেখলাম ছবি পাঠিয়েছেন, ছবি লোড হবার সময় যে গোল গোল চিহ্ন ঘোরে, সেরম দুটো ঘুরছে। বাহ - নিজের কিছু ছবি পাঠাচ্ছেন হয়তো - দেখার জন্যে ভারী উৎসুক হয়ে পড়লাম।
গোল গোল ঘোরা থামলো। থাম্বনেইল দেখালো। প্রথমে এক-দু সেকেন্ড বুঝতেই পারলাম না - এটা কি - সাদা কালো মতো! তারপর বুঝলাম - এক্স-রের ছবি! হায় হায়, শেষে কঙ্কাল পাঠালেন! উনি বললেন, একটা এক মাস আগের, আর একটা এখনের। ভাবছি কি বলতে হয় - "ভারী সুন্দর" বলা ঠিক হবে কিনা - এমন সময় প্রশ্ন চলে এলো, আর তারপর যা কথোপকথন হলো সেটা নিচে দিচ্ছি:
উনি: বলুন তো কোনটা আগের আর কোনটা আজকের?
আমি: অরে, আমি কি নিজেকে ডাক্তার বলে ক্লেম করেছি নাকি - এটা কেমন পরীক্ষা!
উনি: ডাক্তার লাগে না - ফ্র্যাকচারটা যে হিল হচ্ছে এমনিই বোঝা যাচ্ছে।
কি মুশকিল! ভালো করে দেখলাম আরও। মাথামুন্ডু কিছুই বুঝলাম না। দুটোই তো ছবি, ৫০% চান্স ঠিক হবার - আন্দাজ মতো বলে দিই কিছু।
আমি: (একটা ছবিকে 'রিপ্লাই' করে) মনে হচ্ছে এটাই আজকের।
উনি: ভুল। ওটা নয়,অন্যটা আজকের।
আমি আবার ছবিগুলো দেখলাম। এখনো কিছুই বুঝলাম না।
আমি: আচ্ছা, তবে ডান পা তো? দেখুন, এটা ঠিক বলেছি! (পায়ের পাতায় ফ্র্যাকচার বলেছিলেন, কোন পা বলেননি। প্রোবাবিলিটি অনুযায়ী এবার তো ঠিক বলব, রাইট? রং!)
উনি: আপনি ছেড়ে দিন।
মনে মনে বললাম - অন্তত একটা সঠিক সিদ্ধান্ত নিয়েছি লাইফে - ডাক্তারি পড়ার চেষ্টাটা না করাটা। যাই হোক, এক্স-রে নিয়ে আলোচনা কারো জন্যে ইন্টারেষ্টিং হতেই পারে, কিন্তু আমার জন্যে নয়। ইয়ার্কিচ্ছলে টপিক বদলাই।
আমি: (ওনার "আপনি ছেড়ে দিন"টাকে 'রিপ্লাই' করে) কি জাযমেন্টাল আপনি.... !!!!!!
কয়েকটা সেকেন্ড চুপচাপ। তারপর উনি বকা দিয়ে দিলেন। যা লিখেছিলেন তার থেকে এই বুঝেছিলাম যে ওই "জাযমেন্টাল আপনি"টা ওনার একদম পছন্দ হয়নি, আর তার জন্যে সিরিয়াসলি বকা দিলেন। আমি হাঁ করে তাকিয়ে থেকেছিলাম লেখাগুলোর দিকে। সবসময় "জোর সা ঝাটকা ধীরে সে লাগে" না। কখনো জোর সেই লাগে।
কি আর করব, সেদিন 'ঘুমোতে যাই' বলে কথা শেষ করলাম। পরের দিন বেপারটা খোলাখুলি বললাম - যে মিসকমুনিকেশন বাড়ছে, এরম হলে তো আলাপ কন্টিনিউ করা খুব মুশকিল। উনি এগ্রি করলেন (এটাও একটু রেগেই এবং বকা দিয়ে), আর আমাদের কথাবার্তা শেষ হলো।
দ্বিতীয় এনকাউন্টার:
এটা নিয়ে বেশি বলা যাবে না। একদমই না। কারণ এটাতে আমি ছড়িয়েছি। ধার্মিক / রাজনৈতিক বিষয় চলে এসেছিলো, এবং সেটা নিয়ে তর্ক করে ফেলেছিলাম একটু। এবং পুরো বাজে তর্ক করেছিলাম। উনি তখন বিরক্ত হয়ে উত্তর দেওয়া বন্ধ করে দিয়েছিলেন হোয়াটস্অ্যাপে। এক-দুদিন বাদে, বেপারটা মেনে নিয়ে, কথা বললে হয়তো আবার কথা বলা যেত, কিন্তু আমিও তো একটু ইয়ে আছি, উনি মেসেজ পড়েও উত্তরই দেননি দেখে আমিও কথা বলবো না আর, এই ঠিক করে আর কথা বাড়াইনি।
তৃতীয় এনকাউন্টার:
একজনের প্রোফাইলে এরম সব লিখেছিলেন যে স্রেফ কৌতহলবশেই মেসেজ পাঠিয়ে দিয়েছিলাম একটা, ওনার প্রোফাইলের একটা অ্যাবরিভিয়েশনের অর্থ না বুঝতে পেরে, এবং জিজ্ঞাসা করে। উনি উত্তর দিয়েছেন দেখে কথাবার্তা চালু করলাম।
কথাবার্তার মধ্যে দেখলাম উনি নিজের সম্মন্ধে কিছুই বলতে বলতে নারাজ। ওনার আসল জীবনের বিন্দুমাত্রও প্রকাশ পেতে পারে এরম কথা উনি খুব পটু ভাবে এড়িয়ে যাচ্ছেন বা বলবেন না বলে দিচ্ছেন। তাই তারপর কল্পনার কথা তুললাম, তাতে তো ব্যক্তিগত তথ্য কিছু প্রকাশ পাবে না। এটাও দেখি বলতে নারাজ! হয় মনোসিলেবেল উত্তর পাচ্ছি, নাহলে দশ-পনেরো লাইন ভরা বিশাল উত্তর সামাজিক দৃষ্টিভঙ্গি নিয়ে।
যাই হোক, বেশ কিছুক্ষন কথার পর জানতে পারলাম উনি তার্কভ্স্কির লেখা একটা বই পড়ছেন। তার্কভ্স্কির নামটা জানা ছিল না, গুগল করে জানলাম বিখ্যাত চলচ্চিত্র পরিচালক। আমি নিজে অনেক আগে একটা সময়ে বিভিন্ন দেশের (মানে ইংরেজি বাংলা হিন্দির বাইরে) কিছু সিনেমা দেখেছিলাম একের পর এক, এবং তখন নানান দেশের কিছু বিখ্যাত পরিচালকদের জেনেছিলাম। বললাম ওনাকে, যে তার্কভ্স্কি এতো বিখ্যাত, কিন্তু জানা ছিল না।
এরপর জিগেশ করলাম, তার্কভ্স্কির কোন সিনেমা ওনার ভালো লেগেছে আর উনি রেকমেন্ড করবেন। তাতে উত্তর এলো, যে যাকে রেকমেন্ড করবেন, সে কি ধরণের সিনেমা দেখতে ভালোবাসে, তার রুচি, না জেনে উনি সুপারিশ করেন না। বললাম, আমার ওরম কিছু নেই, সব রকমেরই দেখি। তাতে উনি সন্তুষ্ট নন - প্রশ্ন এলো আমার "টপ টেন" সিনেমা বলতে।
বোঝো কান্ড! ওরম টপ টেন সিনেমা হয় নাকি! ক্লাস ৫ এ পড়ি নাকি!
যাই হোক, এতটা কথা ইনভেস্ট করেছি, ভাবলাম IMDB তে আমার নিজের দেওয়া সিনেমার রেটিং লিস্টটা বের করে, ৯ আর ১০ রেটিং দেওয়া সিনেমা গুলোর মধ্যে, যেসব সিনেমার কিছু দৃশ্য কখনো ভুলবো না, এরম কিছু সিনেমা মিশিয়ে বলে দি। বললাম। এতে সত্যজিৎ রায় এর কিছু সিনেমা ছিল। একদুটো বিদেশী সিনেমাও ছিল, যেরকম "লা স্ত্রাদা", "ভিরিডিয়ানা", "Babette's Feast"।
এটা বলাতে হয়ে গেলো গন্ডগোল। উনি সোজা বলে দিলেন যে আমি সত্যজিৎ রায়ের সিনেমা ভালোবেসেছি, ফেল্লিনির সিনেমা ভালোবেসেছি, অথচ তার্কভ্স্কির নাম জানি না, এটা হতেই পারে না। আমি ব্লাফ করছি বা প্রিটেন্ড করছি। আমি জালি লোক। বলে সোজা ব্লক করে দিলেন!
এর পরে যার সাথে কথা শুরু হয়েছিল, তেনাকে শুরুতেই প্রশ্ন করেছিলাম "আচ্ছা, ফেদেরিকো ফেল্লিনি নামটা আপনার জানা?"। উনি বললেন, "শোনা লাগছে, কিন্তু ঠিক খেয়াল হচ্ছে না"। আমি জিগেশ করলাম, "তার্কভ্স্কি নামটা কি জানা?"। উনি বললেন, "না, এটা জানিনা"। যাক। তার্কভ্স্কির জন্যেও যদি উনি বলতেন "শোনা লাগছে" তাহলে মুসকিল হতো। বলেননি। অতএব অল ইজ ওয়েল।
*********
এর পরের কিছু গল্প:
এর পরের আলাপগুলোর সময়ের ক্রমানুবর্তীতা সঠিক মনে পড়ছে না এখন। কিছু ঘটনা লিখে রাখছি, আগে-পরেটা এদিক ওদিক হতে পারে।
একজনের সাথে আলাপ হয়ে খুব ভালো গল্প আর কথাবার্তা হচ্ছিলো। ডেটিং অ্যাপ পেরিয়ে এসে হোয়াটস্অ্যাপে কথা, ভিডিও কল, সব হলো। দেখা করার প্ল্যান হলো পরের উইকএন্ডে। তখন একদিন ওনাকে বলেই ওনাকে গুগল সার্চ করলাম। করে আবিষ্কার করলাম যে অ্যাপে উনি বয়সটা তিন বছর কমিয়ে লিখেছেন। ওনাকে বললাম বেপারটা। উনি বোঝানোর চেষ্টা করলেন কেন কমিয়ে দিয়েছেন। এটাও বললেন যে ডেটিং অ্যাপে কেউ সত্যি তথ্য দেয় না। তারপর দেখলাম, ইন্টারনেটে যেটা দেখে আমি আবিষ্কার করেছিলাম সঠিক বয়সটা, উনি সেটা সরিয়ে দিলেন ইন্টারনেট থেকে। বড় মনমরা হয়ে গেলাম। বয়েস বেশির জন্যে নয়, সত্যিটা লুকানোর প্রবণতাটা দেখে। উৎসাহ হারিয়ে ফেললাম। তারপর কথাবার্তা শেষ হয়ে গেল।
কয়েকদিন পর এরকম আরো একজনের সঙ্গে হয়েছিল - ডেটিং অ্যাপে যা লেখা, নিজে যা বলছেন, ইন্টারনেট যা বলছে, কিছু মিলছে না। এখানেও ভয় পেয়ে কথাবার্তা শেষ করলাম, ডেটিং অ্যাপে এসে পাজল সল্ভ করার ইচ্ছে নেই।
একবার একজন ডাক্তারের সঙ্গেও আলাপ হয়েছিল। প্রথম দিনেই বেশ ভালো গল্প হলো। জানলাম উনি সম্প্রতি ট্রেকিং শুরু করেছেন। সকালে খুব ভোরে উঠে স্বাস্থ চর্চায় যান, এবং রাত্তিরে নটা সাড়ে-নটার মধ্যে শুয়ে পড়েন। ট্রেকিং শুনে আমিও নিজের কলেজের সময়ের তিনটে ট্রেকের কথা বললাম। ট্রেকিং নিয়ে যে লেখাটা ছিল ব্লগে, সেটার লিঙ্ক দিলাম। ওনার ঘুমানোর সময় চলে আসাতে, সেদিন গল্প শেষ করা হলো। গল্প শেষ করার সময়ে উনি বললেন, নিপাত আড্ডা দিয়ে বেশ ভালো লাগলো, কাল আবার কথা হবে। পুরোটাই ডেটিং আপের মধ্যেই হয়েছিল, হোয়াটস্অ্যাপ নম্বর সেদিন এক্সচেঞ্জ হয়নি। পরের দুটো দিন আমার অফিস থেকে ফিরে অবসর হতেই প্রায় দশটা বেজে যাচ্ছিলো দেখে আর ওনাকে পিং করিনি। তৃতীয় দিন দেখি হটাৎ উনি প্রোফাইল ডিলিট করে দিয়ে গায়েব। যাহ!
কত বড় লোকসান হলো ভাবুন তো আমার - ওনার 'গুড বুকস'-এ থাকতে পারলে তো সারাজীবন ফ্রী কন্সালটেসন পেতাম - সব গেল!
এরকম আরো একজনের সাথে আলাপ হয়েছিল, যাকে দেখেই মনে হয়েছিল ভালোমানুষ, একদম "মাই ডিয়ার" গোছের। ওনার সাথেও প্রথম দিন কয়েকটা কথার পর, ভালো করে আলাপ হবার আগেই, দুদিন পর দেখি হটাৎ প্রোফাইল ডিলিট করে গায়েব।
কারা কি করে কে জানে ডেটিং অ্যাপে, যার জন্যে অনেকেই টিকতে পারেন না, আর যারা টিকে যান, বেশিরভাগই অবিশ্বাস নিয়ে আর ডিফেন্সিভ হয়ে থাকেন। কিন্তু এভাবে কি মানুষের সাথে আলাপ করা যায়? আলাপ হবে সম্পূর্ণ খোলা মনে, আনন্দের সাথে, স্বতঃস্ফূর্ত। তাতে কোনো লুকোচুরি থাকবে না। থাকবে একজন নতুন মানুষকে চেনার, আবিষ্কার করার, সুন্দর বিস্ময়।
একমাত্র একজনের সাথেই আলাপ হয়ে, এবং কয়েকবার দেখা হয়ে, এখনও আলাপ টিকে আছে। আমার ডেটিং অ্যাপ দুটোয় এখন যেটা প্রধান ছবি, সেটা উনিই তুলেছিলেন। কোন ছবিটা অ্যাপের প্রথম ছবি করবো জিজ্ঞেস করাতে, উনিই সাজেস্ট করেছিলেন যে ওনার তোলা ছবিটা দিতে, যেগুলো তখনও অবধি ছিল সেগুলোর থেকে ওটা ভালো। ছবিটা দেখলে দেখা যাবে, সেদিন ওনার সাথে দেখা করে মহা আনন্দ পেয়ে, দাঁত বার করে গালভর্তি হাসি।
আমার একটা বোকা প্রশ্ন আছে। ডেটিং অ্যাপের উদ্দেশ্যটা কী? প্লেন খেজুর? বন্ধুত্ব? না ডেটিং?
ReplyDeleteবাকিটুকু আগের পোস্টগুলোয় যা লিখেছি তাই থাকবে। উদ্দেশ্য যাই হোক, প্রক্রিয়াটা মারাত্মক কঠিন।
প্রশ্নটা খুবই ন্যায্য প্রশ্ন।
Deleteএটার উত্তরে, প্রোফাইলের প্রথম লাইনটাই তুলে ধরি: "Joined towards finding companions to spend light free time with ... with some laughter and perhaps some romantic vibes. Not really for any serious relationship or marriage."।
অ্যাপের থেকে এখন প্রাকটিক্যাল এক্সপেকটেশন শুধু নতুন মানুষের সাথে আলাপ। আলাপের পর কার সাথে কেমন সম্পর্ক হবে, সেটা অরগ্যানিক। আনন্দের সাথে যদি সময় কাটে, সেটা যেভাবেই হোক, সেটাই প্রাপ্তি।
বুঝলাম। তবে উদ্দেশ্য এত স্পষ্ট করে লেখার জন্য হাই ফাইভ।
Delete