Posts

Showing posts from December, 2024

ডেটিং অ্যাপ - ইতিকথা

আগের কিছু পোস্টে আমার ডেটিং অ্যাপের কিছু গল্প লিখেছিলাম। বেশ কিছুদিন ধরে মনে হচ্ছিলো, ওই  তিনটে লেখার পর ওই নিয়ে আর কিছু না থাকাটা আকস্মিক নিস্তব্ধতার মতো লাগছে। একটা উপযুক্ত সমাপ্তিজনক লেখা চাই।  তাই আরেকটু লিখে রাখি।  আগের লেখাতে একজনের সাথে দেখা হওয়ার কথা বলে শেষ করেছিলাম। ওনার সাথে বেশ কয়েকদিন দেখা হলো, প্রায় এক মাসের মতো সময় ব্যাপী। তারপর দুজনেরই উৎসাহতে একটু একটু ঘাটতি হতে লাগলো, এবং অবশেষে দেখা করাও বন্ধ হলো। ওনার পর আরেকজনের সাথে কথাবার্তা হয়ে দেখা হলো। এই দেখাসাক্ষাৎ প্রায় তিন-চার মাস চলেছিল। এই আলাপের শুরুর দিকে একটা জিনিস নিয়ে বেশ মজা পেয়েছিলাম - পুরো কলকাতা যখন গরমে হাঁসফাঁস করছে, বাইরে 'লু' বইছে, লোকজন বেরোচ্ছে না বাড়ি থেকে, সেই এপ্রিল-মে মাসে আমরা নির্বিকারভাবে রোদ্দুর থাকতে থাকতেই বেরিয়ে পড়তাম। ঘোরাটা অবশ্য পুরো শীততাপ নিয়ন্ত্রটিতে আবহাওয়াতেই হচ্ছিলো, গাড়িও এসি আর তারপর যেসব জায়গায় সময় কাটানো হতো সে জায়গাগুলোও এসি, তাও নিজের উৎসাহ দেখে নিজেই নিজের ওপর বেশ হেসে নিয়েছিলাম। তবে এটাও একদিন শেষ হলো। নিজেদের মধ্যে সেই সহযাত্যভাবটা পুরোপুরি আসছিলো না, যেটার প্রয়োজ...