বই আর বেতবেড়িয়া
আজ (মানে ২৬ ডিসেম্বর, এই লেখার বানান-কমা-দাঁড়ি ঠিক করে বের করতে করতে তারিখ পাল্টে যাবে জানি) বিকেল চারটের আগেই দ্বিতীয় বইটাও পড়া শেষ হয়ে গেলো। যাহ! গতকালই তো ওনার লেখা এই দুটো বই কিনে আনলাম, আর এর মধ্যেই শেষ! কী আর করব, পৌনে পাঁচটার মধ্যে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। গন্তব্য কলেজ স্ট্রীট। এবার একসাথে পরের তিনটে বই কিনে নেবো। সামনের দুটো ছুটির দিন তো অন্তত চালাতে লাগবে। নাহলে আবার পরের ছুটির দিনের আগে কেনা হবে না। লেখক স্মরনজিৎ চক্রবর্তী। ভদ্রলোক প্রচুর দৌড় করাচ্ছেন। তার ওপর, ওনার বই তিনবার কিনতে গেছি, আর তিনদিনেই অন্য রকম কিছু ঘটেছে। এমনকি "বেতবেড়িয়া ঘোলা" নামক একটি অজানা স্টেশনে পর্যন্ত ছোটা করলেন সেদিন। শুরু থেকে বলি। ওনার লেখা প্রথম বইটা পুরো আকস্মিক ভাবেই কেনা। মাঝে মাঝে একদুবার একদম না পড়া বা অজানা লেখকদের বই কিনেছি, দেখার জন্যে যে ভালো লেগে যায় কিনা। সেরকম ভাবেই ওনারটাও কেনা হয়েছিল। অনেকদিন ধরেই বইমেলা বা বইয়ের দোকানে ওনার নামটা চোখে পড়ছিল, তাই গত বইমেলাতেই বোধ হয়, ফেব্রুয়ারি মাসে (মাসটা সঠিক, কারণ বই কেনার পর নাম আর তারিখ লিখে রাখি প্রথম পাতায়), কিনে নিয়েছিলাম একটা বই। সেই ব...