ডেটিং অ্যাপ - দ্বিতীয় দিন
[প্রথম দিনের গল্প এখানে ] দ্বিতীয় দিন: অফিস আছে। গতকাল ডেটিং অ্যাপ ধোঁকা দেবার পর দমে গেছি একটু, এক্সপেকটেশন কমে গেছে। তাও সকালে একবার দেখে নিয়ে, অফিসের জন্যে রেডি হয়ে, বেরিয়ে পড়লাম। অফিস চলার মধ্যে এক দুবার দেখলাম। অফিসে আবার অ্যাপটা ওপেন করা বিপদজনক। অ্যাপ-এর ডিফল্ট ল্যান্ডিং স্ক্রিন হচ্ছে যেখানে নতুন প্রোফাইল দেখায়। ফলত, অ্যাপ খুলতেই যদি স্ক্রিন জুড়ে কোনো ভদ্রমহিলার স্বল্পবাস পরা বা ওরম কিছু ধরণের ছবি চলে আসে, আর সেটা কোনো কলিগ দেখে ফেলে, তাহলে পুরো মাসের মজার খোরাক যোগান দেওয়া হয়ে যাবে তাদের কাছে। তাই সিগারেট খেতে বেরোনোর সময় শুধু চেক করছিলাম। যাই হোক, অ্যাপ নিজের নমকহারামী বজায় রেখেছে, মরুভূমির মতো খাঁ খাঁ করছে চারদিক, কোথাও কিস্সু নেই। বাড়ি ফেরার আগের তিন চার ঘন্টা আর দেখিনি, ততক্ষনে আশাভরসা সব গেছে। বাড়ি ফিরে, চান খাওয়াদাওয়া করে (কোরোনার সময় যে বাইরে থেকে বাড়ি ফিরে সবসময় স্নান করতাম, সেই অভ্যেসটা রেখে দিয়েছি), সিনেমা চালিয়ে বসলাম। এগারোটার একটু পর মনে হলো যেন টুং করে একটা আওয়াজ হলো ফোনে। প্রথমে পাত্তা দিইনি, কিন্তু তারপর মনে হলো দেখেই নি। ফোনের স্ক্র...