Posts

Showing posts from January, 2024

ডেটিং অ্যাপ - দ্বিতীয় দিন

[প্রথম দিনের গল্প এখানে ] দ্বিতীয় দিন: অফিস আছে। গতকাল ডেটিং অ্যাপ ধোঁকা দেবার পর দমে গেছি একটু, এক্সপেকটেশন কমে গেছে। তাও সকালে একবার দেখে নিয়ে, অফিসের জন্যে রেডি হয়ে, বেরিয়ে পড়লাম।  অফিস চলার মধ্যে এক দুবার দেখলাম। অফিসে আবার অ্যাপটা ওপেন করা বিপদজনক। অ্যাপ-এর ডিফল্ট ল্যান্ডিং স্ক্রিন হচ্ছে যেখানে নতুন প্রোফাইল দেখায়। ফলত, অ্যাপ খুলতেই যদি স্ক্রিন জুড়ে কোনো ভদ্রমহিলার স্বল্পবাস পরা  বা ওরম কিছু ধরণের ছবি চলে আসে, আর সেটা কোনো কলিগ দেখে ফেলে, তাহলে পুরো মাসের মজার খোরাক যোগান দেওয়া হয়ে যাবে তাদের কাছে। তাই সিগারেট খেতে বেরোনোর সময় শুধু চেক করছিলাম। যাই হোক, অ্যাপ নিজের নমকহারামী বজায় রেখেছে, মরুভূমির মতো খাঁ খাঁ করছে চারদিক, কোথাও কিস্সু  নেই। বাড়ি ফেরার আগের তিন চার ঘন্টা আর দেখিনি, ততক্ষনে আশাভরসা সব গেছে।  বাড়ি ফিরে, চান খাওয়াদাওয়া করে (কোরোনার সময় যে বাইরে থেকে বাড়ি ফিরে সবসময় স্নান করতাম, সেই অভ্যেসটা রেখে দিয়েছি), সিনেমা চালিয়ে বসলাম। এগারোটার একটু পর মনে হলো যেন টুং করে একটা আওয়াজ হলো ফোনে। প্রথমে পাত্তা দিইনি, কিন্তু  তারপর মনে হলো দেখেই নি। ফোনের স্ক্র...

ডেটিং অ্যাপ - প্রথম দিন

আজকাল কুচকাওয়াজ করছি। লেফট রাইট। নাহ, মাঠে বা রাস্তায় নয়, চেয়ারে বসে, মোবাইল হাতে নিয়ে, ডেটিং অ্যাপে স্বোয়াইপ লেফট আর স্বোয়াইপ রাইট। শুরুটা বলি।  পয়লা জানুয়ারী দিনটা পুরো ফাঁকা ছিল, প্ল্যানড কিছু নেই। সকালে উঠে হটাৎ মনে হল, "ধূসস, অনেক হয়েছে, আজ আমি নতুন মানুষদের সাথে আলাপ করে ডেট-এ যাবো"। সোজা খুলে ফেললাম ডেটিং অ্যাপে একাউন্ট। যা করছি ভালো ভাবেই করবো - আমার এক্ষুনি ডেট চাই - তাই পয়সা দিয়ে প্রিমিয়াম মেম্বার হয়ে গেলাম। কোনোক্রমে হাতের কাছে যা ফটো ছিল খুঁজে, একাউন্ট রেডি করে ফেললাম সুপারফাস্ট। অ্যাপে সাজেস্ট করলো 'spotlight' ফীচার ইউস করতে - তাতে নাকি আমাকে সবার আগে দেখাবে। ঠিকই তো, দেখানোই উচিত আমাকে সবার আগে। করে দিলাম স্পটলাইট অন।  তারপর অধীর আগ্রহে শুরু করলাম লেফট রাইট স্বোয়াইপ। জীবনে মানুষকে এরকম তুড়ি মেরে রিজেক্ট বা একসেপ্ট করার সুযোগ কখনো পাইনি, পাবোও না আর। একদম আলফা ওমেগা সুপারম্যান গড লাগতে লাগলো নিজেকে। ছবির অ্যাঙ্গেলটা ভালো লাগলো না - আস্ত মানুষটা রিজেক্টেড। জামার রংটা ভালো না - রিজেক্টেড। প্রথম ছবিতে চোখ দেখা যাচ্ছে না কেন? রিজেক্টেড ।পাঙ্কচ্যুয়েশনের পর,পরে...