ডেটিং অ্যাপ - দ্বিতীয় দিন

[প্রথম দিনের গল্প এখানে]

দ্বিতীয় দিন:

অফিস আছে। গতকাল ডেটিং অ্যাপ ধোঁকা দেবার পর দমে গেছি একটু, এক্সপেকটেশন কমে গেছে। তাও সকালে একবার দেখে নিয়ে, অফিসের জন্যে রেডি হয়ে, বেরিয়ে পড়লাম। 

অফিস চলার মধ্যে এক দুবার দেখলাম। অফিসে আবার অ্যাপটা ওপেন করা বিপদজনক। অ্যাপ-এর ডিফল্ট ল্যান্ডিং স্ক্রিন হচ্ছে যেখানে নতুন প্রোফাইল দেখায়। ফলত, অ্যাপ খুলতেই যদি স্ক্রিন জুড়ে কোনো ভদ্রমহিলার স্বল্পবাস পরা  বা ওরম কিছু ধরণের ছবি চলে আসে, আর সেটা কোনো কলিগ দেখে ফেলে, তাহলে পুরো মাসের মজার খোরাক যোগান দেওয়া হয়ে যাবে তাদের কাছে। তাই সিগারেট খেতে বেরোনোর সময় শুধু চেক করছিলাম। যাই হোক, অ্যাপ নিজের নমকহারামী বজায় রেখেছে, মরুভূমির মতো খাঁ খাঁ করছে চারদিক, কোথাও কিস্সু  নেই। বাড়ি ফেরার আগের তিন চার ঘন্টা আর দেখিনি, ততক্ষনে আশাভরসা সব গেছে। 

বাড়ি ফিরে, চান খাওয়াদাওয়া করে (কোরোনার সময় যে বাইরে থেকে বাড়ি ফিরে সবসময় স্নান করতাম, সেই অভ্যেসটা রেখে দিয়েছি), সিনেমা চালিয়ে বসলাম।

এগারোটার একটু পর মনে হলো যেন টুং করে একটা আওয়াজ হলো ফোনে। প্রথমে পাত্তা দিইনি, কিন্তু  তারপর মনে হলো দেখেই নি। ফোনের স্ক্রিন অন করেই - ওরেব্বাস - দেখি যে ডেটিং অ্যাপ থেকে নোটিফিকেশন এসেছে "সামওয়ান সেন্ট ইউ এ কমপ্লিমেন্ট "!

সত্যি? ফাইনালি?

সব ফেলে তাড়াতাড়ি অ্যাপটা খুললাম, খুলে দেখলাম যে কমপ্লিমেন্ট দেখানোর স্ক্রিনের আইকনটা হাইলাইটেড, এবং মহা উৎসাহে গেলাম ওখানে। 

যেহেতু প্রথমবার কমপ্লিমেন্ট পেয়ে ওই স্ক্রিনে গেছি, কয়েকটা গাইড করার হেল্প দেখতে লাগলো অ্যাপটা, কোথায় ক্লিক করলে কি হবে বোঝাতে। অরে বাবা, কি মুশকিল! কে কি কমপ্লিমেন্ট দিয়েছে সেটা দেখা না! কে তোর স্ক্রিনের হেল্প চাইছে!

যত তাড়াতাড়ি সম্ভব সাহায্যের হাত সব কেটে ফেলে, যখন স্ক্রিন পরিষ্কার হলো, দেখি - ও বাবা - কিছুই নেই!! মানে !!?? এসব কি হচ্ছে !?

তারপর খেয়াল করলাম লেখাটা - বলছে, কমপ্লিমেন্ট দেখার জন্যে ফিল্টার রিলাক্স করতে হবে। 

কোন ফিল্টার রিলাক্স করবো? ভাবলাম দূর থেকে কমপ্লিমেন্ট এসেছে হয়তো, তাই ডিসটেন্সটা ম্যাক্সিমাম যা দেওয়া যায় দিয়ে দিলাম।

তাও কমপ্লিমেন্ট দেখার বদলে ওই এক লেখাই দেখছি। বেশ, বয়েস ফিল্টারের মিনিমাম সবচেয়ে কম করে দিয়ে, মাক্সিমামটা আরও পাঁচ/ছয় বছর বাড়িয়ে দিলাম। তাও এলো না। মানে? কত বয়েস? আরো বেশি? মনে একটু ভয় নিয়ে বয়েসের ফিল্টারটা আসি অবধি বাড়িয়ে দিলাম। এলো না (তবে এবার না আশায় একটু স্বস্তিই পেলাম)। 

কিন্তু তাহলে কমপ্লিমেন্ট কি করে দেখবো? শুধুমাত্র একখানা এসেছে এতো যুগ চেষ্টার পর, সেটাও দেখা যাচ্ছে না কেন! জেন্ডার বাদে সবকটা ফিল্টার সরিয়ে দিলাম। কিন্তু তাও দেখাচ্ছে না! তাহলে কি মেয়েমানুষ নয়? শেষে কোনো পুরুষ পাঠালো ডেটিং রিকোয়েস্ট? উফ্ফ্! 

যাই হোক, কমপ্লিমেন্টটা দেখতে তো হবে। কাদের জন্যে ইন্টারেস্টেডে চয়েসটায় 'ওম্যান'টা সিলেক্টেড ছিল এতক্ষন, ভয় ভয় 'ম্যান'টাও সিলেক্ট করে দিলাম।

তাও কিছু এলো না। এটা কি হচ্ছে !?

তারপর হঠাৎ খেয়াল করলাম, "ভেরিফাইড প্রোফাইলের অনলি" সিলেক্ট করা আছে।  ওহ! ওটা সরালাম। 

এবার এলো। এক ভদ্রমহিলা পাঠিয়েছেন (যাক!)। তড়িঘড়ি ছবিতে ক্লিক করে প্রোফাইলটা খুললাম।  কিছুই লেখেননি প্রোফাইলে, ছবিও একটাই। তবে কমপ্লিমেন্টে লিখেছেন যে উনিও আমার মতনই খুঁজছেন (বিয়ে বা রিলেশনশিপ খুঁজছেন না)। 

বাহ্, ভালো তো।  পিং করে লিখলাম যে প্রোফাইলে আরেকটু ইনফরমেশন দিলে ভালো, তাছাড়া ভেরিফিকেশনটা করিয়ে নিলে অন্তত এটুকু গ্যারান্টী হয় যে fake প্রোফাইল না। উনি বললেন যে fake না। জানা গেলো উনিও আমার মতন এক তারিখেই প্রোফাইল বানিয়েছেন। 

এরপর ওনার সাথে কিছুদিন কথাবার্তা চললো। তবে সেটাও একদিন শেষ হয়ে গেলো। কালপ্রিট হচ্ছে আমার বাজে বদখত অকাজের সেন্স অফ হিউমার। বারবার এরম হতে লাগলো যে আমি হয়তো নির্ভেজাল হালকা ইয়ার্কিতে কিছু বললাম, কিন্তু সেটা ওনার কাছে সিরিয়াস বলছি মনে হয়ে পৌঁছালো। এরম মিসকমুনিকেশন হতে লাগলে কিকরে চলবে! ফলত একদিন, বেপারটায় এগ্রি করে নিয়ে, "অল গুড থিংগস কাম টু অ্যান এন্ড" করতেই হলো। 

মোরাল অফ দি স্টোরি: ফাজলামি কমাও, লাইফে সিরিয়াস হও। 

[এর পরের কিছু গল্প এখানে: ডেটিং অ্যাপ - পরের গল্প]


Comments

  1. একটা ব্যাপারে আমি ভাগ্যকে এত ধন্যবাদ দিই, অ্যাপের বাজারে প্রেম করতে হয়নি। আঙুল খুলে হাতে চলে আসত, কাজের কাজ কিছুই হত না, আমি শিওর। ভয়ানক কঠিন কাজ।

    খুবই ভালো লাগল পড়ে।

    ReplyDelete
    Replies
    1. সত্যি কাজের কাজ (অত প্রেম-টেম না হোক, প্রথম ধাপ হচ্ছে অ্যাপের বাইরে সামনাসামনি আলাপ) হওয়া নিয়ে অ্যাপের প্রতি আমার বিশ্বাসেও ফাটল ধরেছে। তবে অ্যাপের মধ্যের কথোপকথন থেকে ছোট ছোট নতুন কিছু অভিজ্ঞতা হচ্ছে বটে।

      ভালো লেগেছে জেনে, আর মন্তব্যগুলোর জন্যে, ভালো লাগলো।

      Delete

Post a Comment

Popular posts from this blog

ডেটিং অ্যাপ - পরের গল্প

শীতলতার সন্ধানে

ডেটিং অ্যাপ - প্রথম দিন