দেখি যে তোমায়, শুনি যে তোমায়

দেখি যে তোমায়, শুনি যে তোমায়,
দিবা নিশি কোটি বার 
জানি না কে তুমি, আছো কোন পাড়ে,
কত দিগন্ত পার। 

সত্যি অলীক জানি না যে আমি,
বুঝি না প্রখর বিচার,
শুধু তুমি আছো, এই মায়া-আশায়,
করি সহস্র ক্রোশ পার। 

হঠাৎ যদি সামনে আসো 
চেনা কি হবে তোমায় 
নাকি জীবন কুয়াশা মাঝে 
থেকে যাবে অজানায় 

তোমারি সুরেতে বেঁধেছি তান
খুঁজেছি শুধুই তোমারি গান 
তোমারি ছোঁয়ায় মেতেছে প্রাণ 
কে তুমি, মায়াবিনী, কোন অলীক বিস্ময় !


বহু বছরের অনেক চেষ্টার পর কবিতার মতো কিছু একটা লিখতে পেরেছিলাম দু-তিন বছর আগে। আজ মনে হল, সেটা ব্লগে দিয়ে রাখি। পাঙ্কচ্যুয়েশন এখনো পুরো ঠিক করা হয়নি।  

Comments

Popular posts from this blog

ডেটিং অ্যাপ - পরের গল্প

শীতলতার সন্ধানে

ডেটিং অ্যাপ - প্রথম দিন