'অবান্তর' ব্লগে আমার লেখা কিছু কমেন্ট
নিজের লেখা যেহেতু এতই কম, তাই অগত্যা যেখানে যা লিখেছি কুরিয়াবাড়িয়ে রাখার প্রবণতা জাগে।
লেখিকা (আমার শুধু এই পরিচয়টুকুই জানা) কুন্তলা বন্দ্যোপাধ্যায়ের অবান্তর ব্লগ অনেকদিন ধরে পড়ছি, ভালো লাগে ওনার লেখা। ওনার ব্লগটা বেশ যেন এক ধারাবাহিক উপন্যাস, আর উনি সেই উপন্যাসের মুখ্য চরিত্র।
ওনার ব্লগের কিছু কমেন্টে আমার কিছু ভালো বা ইন্টারেষ্টিং উত্তর আছে, যেগুলো পরেও পড়ে দেখতে ইচ্ছে হয়েছিল আমার।
সেরকম কিছু পোস্টের লিংক এখানে জড়ো করে রাখি:
সময়ের ফের (এটাতে একটা ছোট্ট কবিতাই লিখে ফেলেছি!)
আর ওনার যে পোস্টটা প্রথম পড়েছিলাম এবং পড়েই দারুন ভালো লেগেছিলো, এবং যার ফলে ওনার আরো লেখা পড়া শুরু করি: Mokkhom proshno
আরে, এটা তো দারুণ।
ReplyDeleteএই পোস্টটা লিংক গুলোর সহজ এক্সেস, আর ব্লগ আপডেট, এই দুটো কাজ তো করে দিয়েছে।
Delete